টাইফুন হাগিবিস কাড়লো ৩৩ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ১৪:৪০

জাপানে আঘাত হানা শক্তিশালী টাইফুন হাগিবিসে মোট ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জন এবং ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শক্তিশালী এই সুপার টাইফুনে বিধ্বস্ত হয়েছে জাপানের বিস্তীর্ণ এলাকা।

টাইফুনের কারণে ভূমিধস, বন্যা দেখা দিয়েছে। বহু ঘরবাড়ি-রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে।

ফিলিপিন্সের তাগালগ ভাষায় ‘হাগিবিস’ শব্দের অর্থ ক্ষিপ্র গতি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানে হাগিবিস। ৬৩ বছরের মধ্যে এটি ছিল জাপানে সবচেয়ে বড় টাইফুন।

মন্ত্রিসভার প্রধান সচিব ইয়োশিহিদে সুগা জানান, হাগিবিসের দাপটে ৩ লক্ষ ৭৬ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে অন্তত ১৪ হাজার বাড়িতে। ২ লক্ষ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজে নেমেছে জাপান পুলিশের ১ লক্ষ ১০ হাজার জনের বাহিনী, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, উপকূল রক্ষী বাহিনী।

ঢাকা টাইমস/১৪অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :