পাবনায় ছাত্রী সংস্থার ১৩ নারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ২০:৪৬

পাবনায় জামায়াতের অঙ্গ সংগঠন ইসালামী ছাত্রী সংস্থার ১৩ নারী সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকালে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক আমলি আদালত- ১ এর বিচারক কেএম কামাল উদ্দিন এ রায় দেন।

এর আগে রবিবার রাতে পাবনা শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে গোপন বৈঠক করার সময়ে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বইও উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, পাবনা শহরের মনছুরাবাদ আবাসিক এলাকার অধ্যক্ষ আনোয়ার হোসেনের বাড়িতে বাসা ভাড়া থাকত এই নারীরা। এদিন রাতে পুলিশের কাছে খবর আসে ওই বাড়িতে ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরা গোপন বৈঠক করছে। এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক জিহাদি বই, নগদ টাকা, ল্যাপটপসহ ১৩ নারীকে আটক করে। এসময় বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকেও আটক করা হয়। আটক নারী সদস্যরা বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাড়ি পাবনা জেলাসহ জেলার বাইরেরও রয়েছে। তারা নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :