আবরার হত্যার প্রতিবাদে লিবসনে সভা

পর্তুগাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ২১:২২

পর্তুগালের লিসবনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ সভা করেছে ‘বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার অব পর্তুগাল’।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৯টায় ফুড গার্ডেন রেস্টুরেন্ট প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ সভা হয়।

তাহের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং রাজিব আল মামুনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাকির হামিদী।

পরে উপস্থিতিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন এনামুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ কমিউনিটির সালাউদ্দিন আহমেদ, ইউসুফ তালুকদার, লাভলু মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, হাসিবুর রহমান আশরাফ প্রমুখ।

বক্তারা এসময় ফাহাদ হত্যার পর সরকার এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। সেই সাথে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা- যেন ভবিষ্যতে এই ধরনের কোন হত্যাকাণ্ড না ঘটে। পড়ালেখার সুন্দর পরিবেশ গঠনের জন্য শুধু ছাত্র রাজনীতি না- সাথে শিক্ষকদের রাজনীতিও বন্ধ করার আহ্বন জানান বক্তারা।

আরও উপস্থিত ছিলেন- রাসেল আহমেদ, জিল্লুর রহমান জয় হাওলাদার ও আমিরুল হক মেম্বার প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :