ফ্রান্সে কুলাউড়া অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন

এ,‌কে,মামুন ফ্রান্স
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ২২:২০

ফ্রান্সে সিলেটের কুলাউড়া প্রবাসীদের সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বি-বা‌র্ষিক সম্মেলন হয়েছে। রবিবার প্যারিসের একটি অভিজাত হলে অনুষ্ঠানের প্রথম পর্বে উপদেষ্টা পরিষদের সদস্য ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আলী হাসান সিরাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাব্বির চৌধুরী, জয়নাল আবেদীন সিদ্দিকী মানিক, সিপার মিয়া, খায়রুল আমিন খসরু, অজয় দাস, আব্দুল হান্নান কুঠি।

এসময় নবনির্বা‌চিত ক‌মিটি ঘোষণা ক‌রেন উপ‌দেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ইসহাক মিয়া।

২য় অধিবেশনে নবনির্বা‌চিত সভাপ‌তি নাজিম উদ্দিনের সভাপতিত্বে নবনির্বা‌চিত সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সিনিয়র সহসভাপতি আলী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, কোষাধক্ষ আবুল খায়ের।

আরও বক্তব্য রাখেন- হাসান সিদ্দিকী, সাইদুর রহমান, আব্দুল বাসিত সুমন, কয়সর আহমদ, সাতির আলী, আলাল খান, অলিদ আহমদ, আব্দুল হক, ওয়াহিদ মিয়া, কাজল মিয়া, সেলিম মিয়া, রফিক মিয়া, ইমন আহমেদ, ম্যাক না‌জির, হোসেন সিদ্দিকী, নাজমুল হোসেন, বাচ্চু সিদ্দিকী, মনসুর আহমদ, জালাল উদ্দীন, জিল্লুর রহমান লিলু প্রমুখ।

সভা শেষে উপ‌দেষ্টামণ্ডলী ও কার্যকরী কমি‌টির সকল সদস্যবৃন্দ নতুন ক‌মি‌টির সবাইকে ফুল দিয়ে বরণ করেন। এসময় বক্তারা সবার উদ্দ্যে‌শ্যে ব‌লেন, বিগত ১০ বছর থেকে কুলাউড়াবাসীর সু‌খে-দুঃ‌খে পা‌শে থে‌কে, কোন সময় বন্যা‌র্থে, কোন অসহায় ব্য‌ক্তির চি‌কিৎসা বা বি‌ভিন্ন সময় সবার সহ‌যো‌গিতায় কুলাউড়াবাসীর পা‌শে থাক‌ার চেষ্টা করা হ‌য়ে‌ছে, আগামী‌তেও সে চেষ্টা অব্যাহত থাক‌বে, দলম‌তের ঊর্ধ্বে থে‌কে সবাইকে কাজ করে যেতে হবে।

নবনির্বাচত সভাপতি অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :