তৃতীয় লিঙ্গের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০৯:০২ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ২১:৩২

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
জয়ের পর পিংকী

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন। পিংকি বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান।

সোমবারের নির্বাচনে পিংকীসহ আরও দুজন নারী এ পদের জন্য লড়েছেন। এর মধ্যে পিংকি ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রুবিনা খাতুন। তিনি পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট। এছাড়া একই পদে নাসিমা ইসলাম নামে আরও এক নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

পিংকি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান।

জয়ী হওয়ার পর পিংকি জানান, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। দায়িত্ব পাওয়ায় তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। বৈষম্য রয়েছে তা রোধে কাজ করবেন।

পিংকী আরও জানান, নির্বাচনে প্রচারণার শুরু থেকেই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।

উল্লেখ্য, তৃতীয় লিঙ্গের মানুষ পিংকি তিন বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/এমআর