টাইফুন হাগিবিসে জাপানে নিহত বেড়ে ৬৬

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ১২:৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

গত ছয় দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুনের আঘাতে বিধ্বস্ত হয়েছে জাপানের উপকূলীয় এলাকা। টাইফুনের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত হাজার হাজার বাড়ি বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় রয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে।

গত শনিবার সন্ধ্যায় জাপানের ব্যাপক তাণ্ডব চালায় টাইফুন হাগিবিস। ফিলিপিন্সের তাগালোগ ভাষার শব্দ ‘হাগিবিস’ মানে ‘গতি’, এর আঘাতে ২০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

রাজধানী টোকিওর উত্তরে ফুকুশিমা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আবুকুমান নদীর বাঁধ অন্তত ১৪টি স্থানে ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফুকুশিমায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

টাইফুনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে প্রধানমন্ত্রী শিনজো আবে সতর্ক করেছেন।

ঢাকা টাইমস/১৫অক্টোবর/একে