বিজেপি সভাপতির পদ ছাড়ছেন অমিত শাহ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ১৩:৪৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরেই দলে তার অবস্থান। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন তিনি। এমন অবস্থায় আগামী ডিসেম্বরে দলীয় পদ ছেড়ে দেবেন ভারতের প্রভাবশালী এই নেতা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

অমিত শাহ জানান, নতুন সভাপতি পেতে চলেছে দল। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ আগামী ডিসেম্বরে সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হলে দলের নেতৃত্বের জন্য নতুন নেতার পথ তৈরি করবেন তিনি। ডিসেম্বরের মধ্যেই দলের মধ্য থেকে নতুন একজন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর মন্ত্রীসভা গঠনের সময়ই কথা উঠেছিল যে দায়িত্ব থেকে অব্যহতি নেবেন অমিত শাহ। তার কথায়, ‘আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির আসনে না থাকলেও তিনি পর্দার আড়াল থেকে দলকে পরিচালনার 'সপার পাওয়ার হিসেবে কাজ করবেন এমন ধারণা মোটেও ঠিক নয়’।

তিনি বলেন, বিজেপি কংগ্রেসের মতো নয় এবং কেউ একে পর্দার আড়াল থেকে চালাতে পারবে না। বিজেপি সাধারণত এক ব্যক্তি এক পদ রীতি অনুসরণ করে।

ঢাকা টাইমস/১৫অক্টোবর/একে