আবরার হত্যার আরেক আসামি দিনাজপুরে গ্রেপ্তার

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ১৩:৫৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ১৪:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম এ এস এম নাজমুস সাদাত। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার ভোরে দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদাত হিলি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান।

বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সাদাত ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তিনি বুয়েট ছাত্রলীগের কর্মী ছিলেন।

গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। এরপর আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন। আজ পর্যন্ত মামলাটিতে মোট ২০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। আবরারের বাবার করার মামলায় যে ১৯ জনকে আসামি করা হয়েছিল তাদের মধ্যে তিনজন এখনও পলাতক আছেন।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমআর