চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৭:১০ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:৩৮
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরখানের বালুর মাঠ এলাকায় পারিবারিক দ্বন্দ্বে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন তার দুই ভাই।

নিহত স্কুলছাত্রের নাম রিয়াদ হোসেন (১৪)। আহত হয়েছেন তার দুই ভাই শামীম হোসেন (২৭) ও রিজন হোসেন (১৮)।

সোমবার রাতের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যায়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, উত্তরখানের বালুর মাঠ এলাকায় সোমবার রাত ১১টার দিকে তাদের চাচাতো ভাই স্বপনসহ আরও অনেকে মিলে পারিবারিক কোনো বিষয় নিয়ে তিন ভাইকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রিয়াদ মারা যায়। আর দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায স্বপনও আহত হয়েছেন। তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিহত রিয়াদের বাবার নাম রাজা মিয়া। উত্তরখান বালুর মাঠের সরকার বাড়ি এলাকায় তাদের বাসা।

এলাকাবাসী জানান, দুই পরিবারের মধ্যে ছোট-খাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এটাই আস্তে আস্তে বড় আকার ধারণ করে সোমবার রাতে।

নিহতের খালাতো ভাই মো. রহমত উল্লাহ জানান, আনোয়ারা মডেল ট্রাস্ট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল রিয়াদ।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :