ফেসবুকে অভিযোগ পেয়ে দখলদারকে লাখ টাকা জরিমানা

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ১৯:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

‘ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষ রাখা হয়েছে'- ডিএনসিসির ফেসবুক পেজে এমন অভিযোগ করা হলে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৫৮/ই ভবনের সামনে গিয়ে ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষ অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষগুলো পরিষ্কার করার নির্দেশ দেয়া হয়।

এ সময় ভবন মালিক ও ঠিকাদারকে এক লাখ টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

ডিএনসিসি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে প্রতিদিন অনেক নাগরিক বিভিন্ন ধরনের অভিযোগ ও পরামর্শ দিয়ে থাকেন। এ সকল অভিযোগ ও পরামর্শ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/কারই/ইএস