লক্ষ্মীপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ২১:২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের ব্যবসায়ী দীপক মুজমদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীপক মজুমদার দত্তপাড়া ইউনিয়নের করইতোলা গ্রামের বাসিন্দা ও মান্দারী বাজারের জয়দুর্গা মেডিকেল হলের মালিক গোপাল মজুমদারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, গত ৫ অক্টোবর দীপক মজুমদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে মাইজদী প্রাইম হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রিন লাইফ হাসপাতালে সিসিইউতে চিকিৎসা দেয়া অবস্থায় সকাল ৬টার দিকে মারা যান তিনি।

সরজমিনে মান্দারী বাজারের জয়দুর্গা মেডিকেলে গিয়ে দেখা গেছে, একমাত্র ছেলেকে হারিয়ে নির্ভাক হয়ে পড়েছেন গোপাল মুজমদার।

স্থানীয়রা জানায়, মান্দারী ইউনিয়নে কোন মশক নিধক স্প্রে ছিটানো হয়নি। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাই দ্রুত মান্দারী ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্প্রে ছিটানোর দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :