রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুদ্ধি অভিযানের আহ্বান বঙ্গবন্ধু পরিষদের

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ২২:১৬

সম্প্রতি চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে র‌্যালি ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের সামনে এ সমাবেশ হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পার্কের মোড় সংলগ্ন ২ নং গেটে এসে সমাবেশ করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও শুদ্ধি অভিযানের আহ্বান জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চালাচ্ছেন- তাকে আমরা স্বাগত জানাই। আমরা চাই, দেশের গুরুত্বপূর্ণ সেক্টরের সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলোতেও যেন এই অভিযান চালানো হয়। বর্তমানে কিছু উপাচার্য সরকারের ভাবমূর্তি নষ্টে উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে এখনি ব্যবস্থা গ্রহণ না করলে তারা শিক্ষাব্যবস্থার সাথে সাথে সরকারেরও সুনাম নষ্ট করে ছাড়বেন।’

বক্তারা আরও বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও শুদ্ধি অভিযান প্রয়োজন। আমাদের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন না- এটি আমাদের খারাপ লাগে। তিনি (উপাচার্য) শুদ্ধি অভিযানে যদি শুদ্ধ হয়ে যান, তাহলে ভালো।’

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া একাত্মতা প্রকাশ করেন। বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য আসাদুজ্জামান মণ্ডল আসাদের সঞ্চালনায় এবং কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- তারিকুল ইসলাম, খাইরুল কবির সুমন, সাব্বির আহমেদ চৌধুরী, আসাদ মণ্ডল, জাহাঙ্গীর আলম নীরব প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :