সাভারে হুজি সদস্য আটক, মেলেনি একে-৪৭

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ২৩:৩৩

নিজস্ব প্রতিবেদক, সাভার

রাশিয়ার তৈরি অটোমেটিক রাইফেল একে-৪৭ নিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্য সাভারে অবস্থান করছেন এমন খবরে অভিযান চালিয়েছে র‌্যাব। পরে মাহফুজুর রহমান নামের ওই যুবককে আটকের পর উদ্ধার করা হয় জিহাদি বই, ট্রেনিংয়ের ভিডিও সিডি ও লেপটপ।

মঙ্গলবার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকার আরএস টাওয়ার মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করে র‌্যাব-২ এর সদস্যরা।

আটক হাফেজ মাহফুজুর রহমান মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকার বাসিন্দা।

র‌্যাব-২ এর এরিয়া কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, র‌্যাব-২ গোপন সূত্রে জানতে পারে মাহফুজুর নামে ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র একে-৪৭ রয়েছে। পরে মঙ্গলবার বিকালে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তবে তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। উদ্ধার করা হয়েছে জিহাদি বই, ট্রেনিং নেওয়ার ভিডিও সিডি ও ল্যাপটপ। 

ঢাকাটাইমস/১৫অক্টোবর/ইএস