‘ঢাকার যানজট কমাতে চাই’

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৯:৫৫ | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ০৯:৫২
অভিনেতা শহিদুল আলম সাচ্চু

দেশের অত্যন্ত প্রতিভাধর একজন অভিনেতা শহিদুল আলম সাচ্চু। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র সবখানেই তার পদচারণা। টেলিভিশন শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও সামলেছেন একসময়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাচ্চু জানালেন তার ইচ্ছা-অনিচ্ছা, পছন্দ-অপছন্দ ও জীবনের নানা বিষয়ের কথা।

তিন শব্দে নিজেকে বর্ণনা করুন

একটা শব্দেই আমি নিজেকে বর্ণনা করতে পারি। সেটা হলো, আমি মানুষ।

শৈশবের প্রিয় স্মৃতি কোনটি?

বিটিভিতে প্রচারিত আমার প্রথম নাটকের কথা বলব। সে সময় আমার মুখে যে মেকআপটা দেয়া হয়েছিল, সেটা নিয়ে আমি খুবই এক্সসাইটেড ছিলাম। তিন দিন গোসল না করে ছিলাম। কারণ যদি মেকআপ ধুয়ে যায়! এমনকি, ওই অভিজ্ঞতার কথাটা প্রতিবেশীদের সঙ্গেও শেয়ার করেছিলাম।

আপনাকে যদি কোনও দৈবশক্তি দেয়া হয়, কোনটা নেবেন?

আমি এমন শক্তি চাইবো, যেটা দিয়ে ঢাকার যানজট কমাতে পারব।

আপনার জীবনের তিনটি ইচ্ছা কী কী?

প্রথমত, শোবিজ জগতে সিনিয়র অভিনয়শিল্পীদের জন্য এমন একটা জায়গা তৈরি করতে চাই, যেখানে তারা তাদের দক্ষতার চর্চা করতে পারবে। এরপর আমি স্কুলগুলোতে মেয়েদের মার্শাল আর্ট শেখা বাধ্যতামূলক করব। তৃতীয় ইচ্ছা, বিনোদন জগতের উন্নয়নে আরও সিনেমা হল নির্মাণ করতে চাই।

মৃত অথবা জীবিত কোন আন্তর্জাতিক তারকার সঙ্গে অভিনয় করতে চান?

বলিউড অভিনেত্রী রেখা ও কাজলের সঙ্গে অভিনয় করার ইচ্ছা। এছাড়া আমি উৎপল দত্তের খুব বড় একজন ভক্ত।

ভ্রমণের জন্য আপনার প্রিয় জায়গা কোনটি?

কলকাতা।

প্রিয় খাবার কী?

কলকাতার ফুটপাথের খাবারগুলো আমার সবসময়ের প্রিয়।

কোন তারকার ওপর প্রথম ক্রাশ খেয়েছিলেন?

নাবিলা আজাদ নুপূর।

আপনার সবসময়ের প্রিয় সিনেমা কোনটি?

নায়ক ফারুক ও চিত্রনায়িকা কবরী সারোয়ার অভিনীত ‘সারেং বউ’।

অন্য কোনো প্রাণী হতে পারলে কোনটি হবেন?

আমি বানর হতে চাইবো, যাতে দ্রুত চলাফেরা করতে পারি।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

যেভাবে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ছক কষা হয়

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

এই বিভাগের সব খবর

শিরোনাম :