বিজিএমইএ’র সঙ্গে নিরাপনের বৈঠক

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ১৭:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

উত্তর আমেরিকার ক্রেতাজোটের সমন্বয়ে গঠিত নতুন প্লাটফর্ম ‘নিরাপন’। সম্প্রতি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বিকেএমই এর বোর্ডপ্রতিনিধি দল নিরাপন বোর্ডের সাথে আলোচনায় বসেন।

আলোচনায় তারা জানান, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা তাদের অভিন্ন লক্ষ্য। জাতীয় পর্যায়ে নিরাপত্তা বিষয়ক উদ্যোগকে সহোযোগিতার বিষয়টিও নিরাপন বিবেচনায় রাখবে। মঙ্গবার নিরাপনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিরাপদ এবং আবাসন- এই দুই অর্থ একসঙ্গে বোঝাতে 'নিরাপন' নাম নির্ধারণ করা হয়েছে। আগের মতোই তৈরি পোশাকের কারখানা ভবনের কাঠামো, অগ্নি এবং বৈদ্যুতিক নিরাপত্তা তদারক করবে নিরাপন।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/জেআর/জেবি)