চট্টগ্রাম সিটিতে মশা নিধনে মাসব্যাপী কর্মসূচি

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ১৭:৩৫

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচ্ছন্ন বিভাগের উদ্যোগে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম বুধবার থেকে শুরু হয়েছে। নগরীর ডিসি হিল নজরুল স্কয়ারে সকালে মশা নিধনে এ কর্মসূচি উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র  বলেন, ‘ডিসি হিলে সারাবছর মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চলমান থাকবে মেয়র জানান। তবে চসিকের সাথে নগরবাসীদের স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। নগরীর  প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিনিধিদের মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা, বাসস্থানের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নালা নর্দমা পরিষ্কার রাখার কাজে নাগরিক দায়িত্ব পালন করতে আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন- চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর আওয়ামী লীগের নেতা জালাল উদ্দিন ইকবাল, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, মোরশেদ আকতার প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)