দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার লিটন সহযোগীসহ গ্রেপ্তার

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ১৮:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাসহ সাত মামলার আসামি শুটার লিটন ও তার সহযোগী লারাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। এসময় শুটার লিটনের কাছে থেকে দুটি বিদেশি পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার দুজন পেশাদার সন্ত্রাসী। অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করত। ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা থেকে প্রথমে শুটার লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত আড়াইটার সময় তার সহযোগী লারাকে ধরা হয়। লিটনকে রাতেই যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। লারাকে বুধবার থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, শুটার লিটন ও লারার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছে। সম্প্রতি শুটার লিটন জামিনে ছাড়া পান। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুটি হত্যা, অস্ত্র আইনে দুটি, একটি অপহরণ ও দুটি মাদকের মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২৫ রাউন্ড গুলি, চারটি মোবাইল ফোন, নগদ সাড়ে ৭৪ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এসএস/জেবি)