ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ‘পুনর্বাসন চাল আত্মসাতে’ জেলেদের বিক্ষোভ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ১৮:৪২

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়ার বিরুদ্ধে। প্রতি জেলের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ হলেও তারা পেয়েছেন ১৩ থেকে ১৫ কেজি করে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ভুক্তভোগী ও বঞ্চিত প্রায় পাঁচ শতাধিক জেলে ইলশা ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে চেয়ারম্যানের বিচার দাবি করেন।

এসময় ওই এলাকার জেলে মাইনুদ্দিন মাঝি, জামাল মাঝি, হেজু মাঝিসহ প্রায় ৮-১০ জন জেলে অভিযোগ করে বলেন, ‘এ বছর ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চলছে। এসময়ে জেলেদের জন্য সরকার ২০ কেজি করে পুনর্বাসনের চাল বরাদ্দ করে। কিন্তু সদর উপজেলার ইলিশা ইউনিয়নের অনেক জেলেই এ চাল থেকে বঞ্চিত হয়েছে। যারা পেয়েছে, তাদের ১৩ থেকে ১৫ কেজি করে দেয়া হয়েছে। এ অবস্থায় তারা পেটের জ্বালায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে গিয়ে জেল-জরিমানার শিকার হচ্ছে।’

চাল বিতরণে অনিয়মের জন্য চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়ার বিচার দাবি করেন তারা।

এ ব্যাপারে পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘২০ কেজি করে ২৭৫০ জন জেলের চাল পেয়েছি। এ চল তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। একটি পক্ষ অবৈধভাবে মাছ ধরতে না পেরে জেলেদের দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করিয়েছে।’

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পূর্ব ইলিশা ইউনিয়নে মোট চার হাজার ৮০০ কার্ডধারী জেলে রয়েছে। এদের মধ্যে প্রায় তিন হাজার জেলের জন্য পুনর্বাসনের চাল বরাদ্দ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)