ফরিদপুরে ইলিশ নিধনের দায়ে ৬০ জেলের কারাদণ্ড

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৩৫

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৬০ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সজল চন্দ্র শীল।

অভিযানে আরো ছিলেন- ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা মৎস কর্মকর্তা বাপ্পি কুমার দাশ, সুমন লাল দেবনাথ।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অভিযান কালে মা ইলিশ শিকাররত অবস্থায় ৬৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে আটজন কিশোর ১৮ বছরের নিচে হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়, আর একজন ছাত্রকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ৬০ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। 

পরে উদ্ধার জাল পুড়িয়ে ফেলার পাশাপাশি জব্দ মাছ স্থানীয়  মাদ্রাসা ও এতিমখানায় বণ্টন করে দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)