বাস থেকে ফেলে কলেজছাত্রকে হত্যায় টঙ্গীতে মহাসড়ক অবরোধ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৩৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের টঙ্গীতে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাস থেকে ফেলে কলেজশিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় ভিআইপি পরিবহনসহ প্রায় ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসের চালক ও সহকারীকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার সকালে টঙ্গীর চেরাগআলী ও মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার পথে টঙ্গীর মিলগেইট এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস থেকে পড়ে গুরুতর আহত হন হাবিবুর রহমান। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাবিবুর রহমান মারা যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার আনোয়ার হোসেন বলেন, কলেজছাত্র হাবিবুর নিহতের ঘটনায় জড়িত চালক ও তার সহকারীকে দ্রুত আসামি করে মামলা ও গ্রেপ্তার করা হবে।

অপরদিকে হাবিবুরের বাড়িতে চলছে শোকের মাতম। কলেজ পড়ুয়া ছেলেকে অকালে হারিয়ে বিলাপ করছেন নিহতের মা। ঘটনার পর থেকে হাবিবুরের টঙ্গীর ভাড়া বাড়িতে ভিড় করছেন সহপাঠী ও আত্মীয়-স্বজনরা।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)