ছয়টি গোল্ডেন বুটের মালিক মেসি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৯:৪২ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ০৯:৩৬

আবারও গোল্ডেন বুট পেলেন লিওনেল মেসি। ইউরোপের ঘরোয়া লিগগুলোয় সবচেয়ে বেশি গোলের জন্যই এ পুরস্কার। মেসি টানা তৃতীয়বারের মতো এটি পেয়েছেন ঘরোয়া লিগে গত মৌসুমে ৩৬ গোল করে।

এই নিয়ে ছ’বার (২০১০, ২০১২, ২০১৩, ২০১৭, ২০১৮ ও ২০১৯) ইউরোপিয়ান সার্কিটে সর্বাধিক গোলদাতার সম্মান পেলেন এলএমটেন। বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়ে সর্বপ্রথম ২০১০ সালে মেসি জিতেন প্রথম গোল্ডেন বুট। ২০০৯/২০১০ মৌসুমে লা লিগায় ৩৪ গোল করে জিতেছিলেন সেবার। এরপর ২০১২ সালে ৫০ গোল, ২০১৩ সালে ৪৬ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এরপর তিন মৌসুম হাতছাড়া হয়েছিল গোল্ডেন বুটটি। তবে ২০১৭ সাল থেকে টানা তিন বছর নিজের করে রেখেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুটটি। ২০১৭ সালে ৩৭ গোল, ২০১৮ সালে ৩৪ গোল আর ২০১৯ সালে ৩৬ গোল করে জিতেছেন এই ব্যক্তিগত অ্যাওয়ার্ডটি।

পুরস্কার নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা এবং সন্তানরা। মেসি বলেন, ‘পরিবারের সদস্যদের সহযোগিতা ছাড়া কোনও কীর্তি গড়া সম্ভব নয়। এছাড়া সহ-ফুটবলারদের অবদানও অনস্বীকার্য। দর্শকাসনে বসে আছে লুই সুয়ারেজ ও জর্ডি আলবা। আমার এই পুরস্কারের নেপথ্যে ওরা অবশ্যই ওতপ্রোতভাবে জড়িয়ে।’

উল্লেখ্য, ফুটবলবিশ্বে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চারবার এই সম্মান পেয়েছেন।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :