হংকং বিষয়ে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি চীনের

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ১১:০৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

হংকংয়ে কয়েক মাস ধরে চলা আন্দোলনে কোনো প্রকার হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীন। হংকংয়ের আন্দোলনের প্রতি  সমর্থন জানিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাসের পর এমন হুঁশিয়ারি দিলো বেইজিং।

চীনের বিরুদ্ধে কড়া অবস্থান জানান দিয়ে চারটি প্রস্তাব পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এর মধ্যে ‘হংকং ডেমোক্রেসি অ্যাক্ট’, ‘প্রটেক্ট হংকং অ্যাক্ট’, হংকংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্বীকৃতি সংক্রান্ত বিল অন্যতম। মঙ্গলবার পরিষদের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা কণ্ঠভোটে এ বিলগুলো পাস করেন।

এর মাধ্যমে হংকংয়ে জ্বলতে থাকা বিক্ষোভ-আগুনে যুক্তরাষ্ট্র ঘি ঢালল বলে মনে করছেন বিশ্লেষকরা। জবাবে চীন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নাক না গলাতে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

হংকংয়ের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলার দুষ্ট উদ্দেশ্যে মার্কিন আইনপ্রণেতারা এসব বিল এনেছেন বলে অভিযোগ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে হংকংয়ের নেতা ক্যারি ল্যাম বুধবার পার্লামেন্টে বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ প্রদানকালে বিভিন্ন প্রশ্নের মুখে তা স্থগিত করতে বাধ্য হন।

ঢাকা টাইমস/১৭অক্টোবর/একে