প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে গুমের অভিযোগে বাবার কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ১৭:৫৭

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ছেলেকে গুমের নামে লুকিয়ে রাখার অপরাধে আজিজুর রহমান নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ এই সাজা দেন। সাজাপ্রাপ্ত আজিজুর রহমানের বাড়ি তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পিরিজপুর গ্রামে।

পুলিশ জানায়, ১১ বছরের ছেলে রিমন গুম হয়েছে অভিযোগ করে তার মা মোছা. লিপিয়া বেগম গত ৭ অক্টোবর তাহিরপুর থানায় প্রতিপক্ষ ইছবপুর গ্রামের মৃত শাহাজ উদ্দিন সিকদারর ছেলে মোবারক সিকদার (৪০), তার ভাই মোশারফ সিকদার, মোবারক সিকদারের স্ত্রী ফাতেহা আক্তার, পিরিজপুর গ্রামের মৃত ফকর উদ্দিন মেম্বারের ছেলে ময়না মিয়া (২৮), আজিজুর রহমানের প্রথম স্ত্রী জামিনা খাতুন (৪২) ও তার ছেলে মনির হোসেনকে (২২) আসামি করে একটি গুমের মামলা করেন।

তদন্ত কর্মকর্তা এস আই মুস্তফা জানান, গত রবিবার আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে লুকিয়ে রেখেছেন তিনি। কিশোরগঞ্জের কটিয়াদী থানার লক্ষ্মীগঞ্জ গ্রামে শ্যালিকার বাড়িতে আছে ছেলে।

পরে আজিজুর রহমানের শ্যালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রিমনকে লক্ষ্মীগঞ্জ গ্রাম থেকে ভৈরব হয়ে গাড়িযোগে সুনামগঞ্জ আনার কথা বলা হয়। বুধবার সন্ধ্যা সাতটার দিকে মল্লিকপুরের আব্দুজ জহুর ব্রিজ থেকে রিমনকে উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :