রিং-রোডে দেড়’শ স্থাপনা উচ্ছেদ, পার্কিং-দখলে জরিমানা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ১৮:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফুটপাত দখল করে গড়ে তোলা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় ভবনের বাইরের অংশে এসি, জেনারেটর রেখে ফুটপাত দখলের কারণে ১১ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ডিএনসিসির অঞ্চল-৫ এর শ্যামলি রিং-রোডের হক সাহেবের গ্যারেজ পর্যন্ত অভিযান এ পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হাসান।

ঢাকা টাইমসকে তিনি বলেন, শ্যামলি রিংরোড থেকে হক সাহেবের গ্যারেজ পর্যন্ত সড়কের উভয় পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

‘অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। তারা মূল ভবনের বাইরের অংশে অর্থাৎ ফুটপাত দখল করে এসি লাগিয়েছিলেন, কেউ জেনারেটর রেখেছেন।’

ফুটপাত দখল করে মোটরসাইকেল রাখার দায়েও বেশ কয়েকজনকে জরিমানার আওতায় আনা হয়েছে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোট ১১ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

অভিযান নিয়মিত চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আজ যে পর্যন্ত উচ্ছেদ করলাম, আগামী সপ্তাহে বাকি অংশেও আমাদের অভিযান চলবে। একই সাথে উচ্ছেদ করা জায়গাগুলো আমাদের নজরদারিতে থাকবে।’

ঢাকাটাইমস/১৭অক্টোবর/কারই/ইএস