বাংলা টাইগার্স দলে বাংলাদেশের সাতজন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ২০:০৯

আবুধাবিতে অনুষ্ঠেয় আসন্ন টি-টেন ক্রিকেট লিগের তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি।

ওই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলা টাইগার্স। ওই স্কোয়াডে বাংলাদেশের সাতজন খেলোয়াড় রয়েছে। পাশাপাশি রয়েছে ৮ জন বিদেশিও। বুধবার টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের খেলোয়াড়রা হলেন: এনামুল হক বিজয়, ইয়াসির আলী চৌধুরী, আরাফাত সানি, আবু হায়দার রনি, মেহেদী হাসান, ফরহাদ রেজা ও জুনায়েদ সিদ্দিকী।

এই দলের বিদেশি খেলোয়াড়রা হলেন: শ্রীলংকার থিসারা পেরেরা, দক্ষিণ আফ্রিকার রবি ফ্রাইলিঙ্ক-রিলি রুশো-কলিন ইনগ্রাম, নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, আফগানিস্তানের কায়েস আহমেদ, অস্ট্রেলিয়ার জেমস ফকনার ও সংযুক্ত আরব আমিরাতের চিরাগ সুরি।

আগামী ১৪ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্ট।

বাংলা টাইগার্স দল: এনানামুল হক বিজয়, ইয়াসির আলী চৌধুরী, আরাফাত সানি, আবু হায়দার রনি, মেহেদী হাসান, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, থিসারা পেরেরা, রবি ফ্রাইলিঙ্ক, রিলি রৌসু, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, কায়েস আহমেদ, জেমস ফকনার ও চিরাগ সুরি।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :