নারী প্রকৌশলীকে লাঞ্ছিত করায় বিআইডব্লিউটিএর মামলা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ২০:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

যান্ত্রিক ও নৌ প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে লাঞ্ছনার অভিযোগে ঠিকাদার রাকিবুর রহমান সানির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নেছার উদ্দিনের কক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জরিনা খানমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রাকিব। ঘটনার পর থেকে রাকিব পলাতক।

কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে রাকিবের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করে বিআইডব্লিউটিএ। সংস্থাটির সচিব কাজী ওয়াকিল নেওয়াজ ঢাকাটাইমকে বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে একই বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নেছার উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/কারই/মোআ)