‘আবরার হত্যা নিয়ে রাজনীতি করে লাভ নেই’

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ২০:৪৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯, ২০:৪৭

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘আসলে আবরার হত্যাকাণ্ড নিয়ে বিএনপি-জামায়াত, সেই সঙ্গে কিছু জনবিচ্ছিন্ন রাজনীতিবিদরা একটা ইস্যু নিয়ে নোংরা রাজনীতি করতে চায়। তারা ভাবছে, এসব নিয়ে হয়তো সরকারকে বিপদে ফেলতে পারবে। আমরা আগেই বলেছি, আবরার হত্যা নিয়ে রাজনীতি করে কোন লাভ হবে না।’

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের সামনে কৃষকলীগের সম্মেলনে যোগ দিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব বলেন।

হানিফ আরো বলেন, ‘আবরারের পিতা যখন এই ধরনের নোংরা রাজনীতি যখন চান না তারপরেও যারা এই হত্যা নিয়ে তথাকথিত প্রতিবাদের নাম করে রাজনীতি করতে চান- এদের বলতেই হবে এটা একটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয়।

হানিফ এমপি বলেন, ‘গণফোরামের নেতা যিনি আজকে মানবতার কথা বলছেন- তার কন্যা ও তার জামাতা যুদ্ধপরাধী মানবতাবিরোধী অপরাধীদের বিচার বন্ধ করার জন্য তৎপরতা চালিয়েছে। সেটা দেশবাসী ভুলেনি। যার সন্তান ও তার স্বামী অশুভশক্তির পাশে দাঁড়ায় তাদের প্রতি জনগণের বা দেশের মানুষের কোন আস্থা থাকার কথা নয়।’

হানিফ আরো বলেন, ‘ঐক্যফ্রন্ট কি করবে সেটা তাদের ব্যাপার। যাদের পেছনে জনগণের সমর্থন নাই, একটা গণধিকৃত দল এরা বিভিন্ন সময় অন্যের অবলম্বন হয়ে চলে। এসব পরগাছা গণধিক্কৃত রাজনৈতিক দলের কি কর্মসূচি আছে না আছে- তাদের নিয়ে মাথা ঘামানোর কোন ইচ্ছে আওয়ামী লীগের নেই।’

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ ক ম সরওয়ার জাহান বাদশা, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহার  হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক রেজাসহ জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকালে মাহবুব-উল-আলম হানিফ কুষ্টিয়া মেডিকেল কলেজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএ)