ঢাবির চার শিক্ষার্থী পেলেন ‘মালিহা খাতুন-নুরুল হুদা ট্রাস্ট’ বৃত্তি

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ২৩:০৬

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পেয়েছেন ‘ড. মালিহা খাতুন-মুহাম্মদ নুরুল হুদা ট্রাস্ট ফান্ড’ বৃত্তি।

বৃহস্পতিবার বিকালে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

বৃত্তি প্রাপ্তরা হলেন, রসায়ন বিভাগের সামিন ইয়াসার ও অমৃত কুমার এবং গণিত বিভাগের সুখী আখতার ও মো. রিয়াজুল করিম সাকিব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। তিনি বলেন, মানবকল্যাণের লক্ষ্যে শিক্ষার্থীদের নিরলসভাবে কাজ করতে হবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রয়াত ড. মালিহা খাতুনের ছেলে সাবেক সচিব হুমায়ূন আক্তার কামাল এবং সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৭ অক্টোবর/ ইএস