মামা হালিমের ‘বেহাল দশা’, জরিমানা পাঁচ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০৮:২৬ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ২৩:৩৭
ফাইল ছবি

ঢাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় কলাবাগানের মামা হালিম। দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার কারণে ভোজন রসিকরা হালিমের স্বাদ নিতে ছুটে যান সেখানে। কখনো কখনো লম্বা লাইনে দাঁড়িয়ে কিনতে হয় এখানকার হালিম।

কিন্তু রান্না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা, ফ্রিজে নোংরা জায়গায় খাবার রাখাসহ বেশ কিছু অভিযোগে গুনতে হয়েছে বিশাল অংকের জরিমানা।

বৃহস্পতিবার কলাবাগান মামা হালিমকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

পুরো বিষয়টি উল্লেখ করে সংস্থাটির সদস্য ও অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন বলেছেন, ‘কলাবাগানের মামা হালিম। আদরের ভাগিনা- ভাগ্নিরা যায় খেতে। মামার টয়লেটের অবস্থা অত্যন্ত উন্নতমানের (বাস্তবে পুরো নোংরা)। রান্নাঘরে মামাদের কাপড় ঝুলছে। ভাগ্না ভাগ্নিরা ডাল ভর্তার সাথে কিসের মাংস খাচ্ছে তা আল্লাহই ভালো জানেন। মামাকে তার এক ভাগ্নি মাত্র ৫ লাখ টাকা জরিমানা করেছেন।’

‘সবাইকে সতর্ক করা হচ্ছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা যাদের প্রথমবার জরিমানা করেছে, সেখানে দ্বিতীয় বার অভিযান পরিচালনা করছে। বুঝতেই পারছেন দ্বিতীয়বার কি অবস্থা হবে। আর তদ্বিরকারীদের বলছি, আপনাদের ভালবাসার মানুষদের ভালোভাবে সতর্ক করে দেবেন প্লিজ।’

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :