গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন পাঠাও চালক

নিজস্ব প্রতিবেদক, সাভার
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০৯:১৫ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ০৮:৫৮
ফাইল ছবি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির ধাক্কায় অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওয়ের এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহমান খান। তার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ সালজানা গ্রামে। তার বাবার নাম উজির খান। তিনি পাঠাওয়ের চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তৈয়ব জানান, রাতে ঢাকা থেকে বাইকযোগে সাভারের দিকে যাচ্ছিলেন পাঠাও চালক আব্দুর রহমান। তিনি ঢাকায় পাঠাও চালাতেন।

ঢাকা-আরিচা মহাসড়কের এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ময়লাবাহী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘাতক ময়লাবাহী গাড়িটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/আইআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :