টেকনাফে গুলিতে দুই রোহিঙ্গা ‘ইয়াবা কারবারি’ নিহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ০৯:২৫
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের মধ্যে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন, যারা ইয়াবা পাচারকারী বলে দাবি করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতান আহম্মেদের ছেলে মো. আবুল হাসিম এবং একই ক্যাম্পের আবু সিদ্দিকের ছেলে নুর কামাল।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফনদী হয়ে একটি ইয়াবার চালান বাংলাদেশ প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযানে যায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অস্ত্রধারী ইয়াবা পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ওই দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি। অভিযানে বিজিবির তিন সদস্যও আহত হয়েছেন।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :