ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ১০:৫০

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
ফাইল ছবি

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার গফরগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল মোতালেব। তিনি রসুলপুর ছয়আনি এলাকার কেটু শেখের ছেলে।

ডিবি পুলিশ জানায়, রসুলপুর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। একপর্যায় তারা পিছু হটে ও পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মোতালেবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ডাকাত সদস্যের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা ছিল।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এমআর