চার্জার লাইটে মিলল ১৫ কেজি সোনা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৪:৪৯ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১২:২৬
ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৫ কেজি ওজনের ১৩০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক যাত্রীকে। তার নাম মো. জয়নাল হক।

শুক্রবার সকাল আটটা ৪০ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাকে আটক করেন। এ সময় ১২টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

আটক জয়নালের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

জানা গেছে, এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজে করে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন জয়নাল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার লাগেজে তল্লাশি করা হলে আটটি চার্জার থেকে ১৩০টি সোনার পাওয়া যায়। যেগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকা। পরে জব্দ করা সোনাগুলো কাস্টমস হাউজের গুদামে জমা দেওয়া হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চার্জার লাইটের ব্যাটারির মধ্যে কৌশলে সোনার বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এগুলোর মোট ওজন ১৫ কেজি। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :