‘বিএনপির অবশিষ্ট অংশেরও বিদায়ের সময় এসেছে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ২০:৫২

‘বিএনপির অবশিষ্ট অংশেরও বিদায়ের সময় এসেছে। সেই বিদায়ও হয়ে যাবে। শেখ হাসিনা যেসব প্রকল্প হাতে নিয়েছেন, তা বাস্তবায়িত হলে জনগণই তাদের ঝেটিয়ে বিদায় করবেন।’

‘আওয়ামী লীগের পতন অতি সন্নিকটে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের প্রেক্ষিতে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে জামায়াত-বিএনপি চিরতরে মূলোৎপাটন হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ নিজেই।’

তিনি আরো বলেন, ‘রাজনীতি হলো একটি সমঝোতা শিল্প; কাজেই দলের অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে নিজেদের মধ্যে সমঝোতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।’ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মণ্ডলের সভাপতিত্বে বর্ধিত সভায় ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরবিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সাংসদ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, নারী সংসদ ফেরদৌসী ইসলাম জেসী, কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :