নন্দীগ্রামে গৃহবধূর আত্মহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ২১:১৬

বগুড়ার নন্দীগ্রামে স্বামীর নির্যাতন সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূ বিথী আক্তার আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে। বিথী আক্তার চাকলমা গ্রামের বাবু প্রামানিকের স্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাবু তার স্ত্রী বিথীকে ল্যাপটপ নিয়ে আসতে বলেন। ল্যাপটপ নিয়ে আসার সময় বিথীর হাত থেকে ল্যাপটপ পড়ে যায়। এতে বাবু ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারপিট করেন। এরপর মনের ক্ষোভে বিথী অন্য ঘরে গিয়ে গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন বিথীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথী মারা যান।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :