জাপান সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ১৭:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

জাপান সরকারের আমন্ত্রণে দেশটির নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামীকাল রবিবার দুপুর দেড়টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

প্রেস সচিব বলেন, ‘জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি অন্যান্য দেশের সরকার-রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি।’

আগামী ২২ অক্টোবর টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে ১৭০টির দেশের বিভিন্ন পর্যায়ের দুই হাজার অতিথি অংশ নেবে।

গত ১ মে জাপানের নতুন সম্রাট হিসেবে সিংহাসনে বসছেন বিদায়ী সম্রাট আকিহিতোর জ্যেষ্ঠ পুত্র যুবরাজ নারুহিতো। নারুহিতো হচ্ছেন জাপানের ইতিহাসে প্রথম সম্রাট, বিদেশে যিনি শিক্ষা গ্রহণ করেছেন। ২৩ বছর বয়সে একা বিদেশে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মের্টন কলেজে দুবছর ধরে তিনি অধ্যয়ন করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে জাপানের নতুন সম্রাট নৌপরিবহন নিয়ে গবেষণায় জড়িত ছিলেন।

সফরে রাষ্ট্রপতি সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি সম্রাট এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া ভোজে অংশ নেবেন।

সফর শেষে আগামী ২৭ অক্টোবর আবদুল হামিদ দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এনআই/জেবি)