ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ১৭:২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জে সদরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। শুক্রবার সদর উপজেলার কর্শাকড়াইল ইউনিয়নের চিকনিরচরে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের হট লাইন ৩৩৩-তে বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া। তখন দেখা যায়, কনের বয়স মাত্র ১৪ বছর এবং অষ্টম শ্রেণির ছাত্রী। নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বিয়ের প্রক্রিয়া করা হয় এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বিয়ের প্রক্রিয়া আইনসিদ্ধ নয় এবং এর মাধ্যমে বিয়ের আইনগত কার্যক্রম সম্পন্ন হয় না। কনের মা ও অন্যান্য সংশ্লিষ্টদের নিকট হতে কনেকে অপ্রাপ্ত অবস্থায় বিয়ে না দিয়ে স্কুলে পাঠিয়ে লেখাপড়া চালিয়ে নেবে মর্মে মুচলেকা নেয়া হয়। বিয়ে বন্ধ করতে বাধা দেয়ায় একজনকে কারাদণ্ড দেয়া হয়।

এসময় উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা আক্তার, কর্শাকড়াইল ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুর আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)