রাজবাড়ীতে ৫১ জেলের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:১৭

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গতকাল রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও দৌলতদিয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫১ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় তাদের কাছ থেকে চার মণ ইলিশ ও দুই লাখ মিটার জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। আর ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়। পরে সকালে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দণ্ড দেয়া হয়।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মহিউদ্দিন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫১ জেলেকে আটক করা হয়েছে। পরে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :