ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে সাকিবের প্রশ্ন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:১৯

ঘরোয়া ক্রিকেটারদের ঠিকঠাক বেতন বৃদ্ধি না করা নিয়ে সমালোচনা করেছেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সমস্যাটি সমাধানের জন্য তিনি খেলোয়াড় ও ‘নীতি নির্ধারকদের’ মধ্যে আরো ভালো যোগাযোগ রক্ষার কথা বলেছেন।

সাকিব আল হাসান বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি অগ্রহণযোগ্য। বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় মেটাতে এটা খুবই নগণ্য। জাবনযাত্রার ব্যয় বাড়ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতি বছর ইনক্রিমেন্ট পান। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখি, অবস্থা প্রতি বছরই একইরকম। এমনকি বেতন কমানোও হয়। বিপিএল ও ডিপিএল সবচেয়ে বড় উদাহরণ।’

তিনি আরো বলেছেন, ‘আমার সবসময় মনে হয় যে, আমাদের দেশে ক্রিকেটারদের দমন করে রাখা হয়। এটা ঠিক না। সবারই সমান সুযোগ আছে। যে খেলোয়াড় যে পরিমাণ আয় করার যোগ্য তাকে তা আয় করার সুযোগ দেয়া উচিৎ। যদি কোনো দল খেলোয়াড়কে ওই দামে না নিতে চায় তাহলে বিষয়টি খেলোয়াড় দেখবে। কিন্তু খেলোয়াড়কে তার দাম ঠিক করার স্বাধীনতা না দেয়াটা ঠিক না।’

সাকিব বলেছেন, ‘যদি নীতি-নির্ধারকরা মনে না করেন যে, আমাদের সাথে তাদের বসা প্রয়োজন। তাহলে আমাদের বেশি কিছু করার নেই। আমি মনে করি, ব্যক্তিগতভাবে বা দলগতভাবে ক্রিকেটারদের সাথে আলোচনা করলে ক্রিকেটারদের উন্নতিতে সাহায্য করবে। কিন্তু আমি খুশি যে, তারা ক্রিকেটের উন্নতির প্রতি গুরুত্ব দেয়।’

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :