মিরপুর ইনডোরে এসি না থাকায় সাকিবের ক্ষোভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:২৭

মিরপুরে ক্রিকেটারদের ইনডোর ফ্যাসিলিটি নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। তার অভিযোগ, এখানে এয়ার-কন্ডিশনিংয়ের অভাবে ক্রিকেটাররা গরমের সময় অনুশীলন করতে গিয়ে সংগ্রাম করে। অল্প কিছুক্ষণ অনুশীলন করলেই তারা ক্লান্ত হয়ে পড়েন।

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘শুধু জাতীয় দলের প্রতি গুরুত্ব দেয়াটাই সংগঠকদের প্রধান কাজ না। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটের মতো জায়গায় ভালো মানের জিম, রানিং ও ইনডোর ফ্যাসিলিটিজ থাকা দরকার। মিরপুরের ইনডোরে আপনি ১৫ মিনিটের বেশি ব্যাটিং অনুশীলন করতে পারবেন না। কারণ, এখানে খুব গরম। ১০ বছর ধরে বলার পরও তারা এখানে এসি লাগাননি।’

তিনি আরো বলেছেন, ‘এটা খুবই হতাশার। বিশেষ করে আপনি যখন দেখেন যে, অন্য দেশের ইনডোরে এসি ও পরিষ্কার আলোর ব্যবস্থা আছে।’

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :