বোয়ালমারীতে পোড়ানো হলো দুই হাজার মিটার জাল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:১৯ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:৩২

ফরিদপুরের বোয়ালমারীতে মধুমতি নদী থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার মধ্যরাতে মধুমতি নদীর গোহালবাড়ী-চন্ডিবিলা অংশে এ অভিযান চালানো হয়।

অবৈধভাবে মা ইলিশ আরোহনকারী জেলেরা ভ্রাম্যামাণ আদালতের উপস্থিতি টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায়। এসময় নদী থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :