সাংসদ মিল্লাতের প্রস্তাব আইপিইউর অধিবেশনে পাসে সিরাজগঞ্জে আনন্দ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৮

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে জাতীয় সংসদের পক্ষ থেকে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতের প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হওয়ায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের এসএস. রোডের দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল বের হয়। র‌্যালিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুব মহিলালীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।

র‌্যালিতে ‘জাতিসংঘের স্বীকৃতি, মুন্না ভাইয়ের স্বাস্থ্যনীতি’, ‘জাতিসংঘে আইন পাস, সুস্বাস্থ্যে বসবাস’, ‘গরিব-দুঃখী জনতা, সেবা পাবে সমতা’, ‘মুন্না ভাইয়ের প্রস্তাব, স্বাস্থ্য সেবায় নতুন ধাপ’, মুন্না ভাইয়ের জন্য বাংলাদেশ ধন্য’, ‘মুন্না ভাইয়ের জন্য সিরাজগঞ্জবাসী ধন্য’, ‘মুন্না ভাইয়ের জন্য বিশ^বাসী ধন্য’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয়।

আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা প্রভাষক হাসনা হেনা, জেলা যুব মহিলালীগের আহ্বায়ক রোমানা রেশমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।

আনন্দ মিছিল শেষে নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

প্রসঙ্গত, আইপিইউর ১৩৬তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে ‘সর্বজনীন স্বাস্থ্য সেবা’ প্রস্তাবটি উত্থাপন করেন বাংলাদেশের সাংসদ ও আইপিইউর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত। ১৭ অক্টোবর দুপুরে সার্বিয়ার বেলগ্রেডে আইপিইউর ১৪১তম অধিবেশনের সমাপনী সমাবেশে প্রস্তাবিত ‘অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০: দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট টু হেলথ’ সর্বজনীন স্বাস্থ্যসেবা সংক্রান্ত রেজুলেশনটি সর্বসম্মতভাবে পাস হয়।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :