ক্যাসিনোবিরোধী অভিযান

বসুন্ধরা আবাসিকের একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ২৩:১০ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ২৩:২৩

অনলাইন ডেস্ক

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।

শনিবার রাত সাড়ে দশটার দিকে ওই এলাকার ৪ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ির চারপাশে অবস্থান নেয় র‌্যাবের একাধিক দল। তবে বাস ভবনটি কার সেটা জানা যায়নি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার- বিন কাশেম ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে থাকার র‌্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে ঢাকাটাইমসকে বলেন, 'আমরা এখনও জানি না বাসাটা কার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অর্ধশতাধিক ফোর্স এখানে অবস্থান করছে। ভেতরে প্রবেশের পর বিস্তারিত বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে ঢাকা সিটি করপোরেশনের কমিশনার তারেকুজ্জামান রাজীব ওই বাসায় আছেন।'

মতিঝিলের ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। পরদিন কলাবাগান ক্লাব থেকে গ্রেপ্তার হন কৃষকলীগের নেতা শফিকুল আলম ফিরোজকে। দুদিন পর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয় ঠিকাদার জি এম শামীমকে। তিনিও যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। পরে গ্রেপ্তার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/এসএস/ইএস