‘কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে ক্ষুব্ধদের শাস্তি হওয়া উচিত’

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০৮:২০ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯, ০৮:২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় যারা ক্ষুব্ধ হয়েছেন তাদের শাস্তি হওয়া উচিত এবং রাজনীতি থেকে বিদায় দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানায় বিধানসভার নির্বাচন উপলক্ষে শনিবার এক জনসভায় এই মন্তব্য করেন মোদি।

এসময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘চেয়ারের জন্য নয়, দেশের জন্য বাঁচি। ১২৫ কোটি ভারতীয়দের জন্য বাঁচি। আমরা কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করায় কংগ্রেসের ক্ষোভ সপ্তম আকাশে রয়েছে। এ ধরনের লোকদের শাস্তি দেয়া উচিত ও রাজনীতি থেকে অব্যাহতি দেয়া উচিত।’ 

প্রধান বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস সরকার সন্ত্রাসীদের ভয় পেয়েছিল। কাশ্মীর ইস্যু বিগত ৭০ বছর ধরে আটকে ছিল। কংগ্রেস এর সমাধান করতে পারেনি। আমরা ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরে বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান কার্যকর করেছি।’

তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি পালন করি। যারা আমাদের ভয় দেখিয়েছিল, তাদেরকে আজ ভীত দেখাচ্ছে। আজ ভারতের সেনাবাহিনী শক্তিশালী হয়েছে। আমরা ক্ষমতায় আসার পরে সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে একটি অভিযান চালিয়েছি। আজ আধুনিক সাবমেরিন এবং রাফায়েলের মতো আধুনিক যুদ্ধবিমান আমাদের সেনাবাহিনীর একটি অংশ।’

মোদি বলেন, ‘আমি আগেই বলেছিলাম যে দেশে এমন সরকার হওয়া উচিত, ভারতে এমন একটি সরকার হওয়া উচিত যা বিশ্বের সঙ্গে চোখ রেখে কথা বলতে পারে। ভারত আজ বিশ্বের সাথে চোখ নত করে নয়,  চোখে চোখ রেখে কথা বলে।’ 

হরিয়ানাতে আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর।

ঢাকা টাইমস/২০অক্টোবর/একে