ইলিশ রক্ষায় গভীর রাতে অভিযানে ভোলার এসপি

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ১০:১৫

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভিযানে নেমেছেন ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার। এসময় তিনি নদী থেকে নিজে হাতে জাল অপসারণ করেন।

শনিবার দিবাগত রাতে ভোলার লামোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তেঁতুলিয়া নদী থেকে চার জেলেকে আটক ও পাঁচটি মাছ ধরার ট্রলার, ৪০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস ও জব্দকৃত ইলিশ গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মীর খায়রুল কবির এসব তথ্য নিশ্চিত করেন।

অভিযানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবিরসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেবি)