কাশ্মীর ইস্যু

পাকিস্তানকে সমর্থন দেয়ায় তুরস্ক সফর বাতিল মোদির

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ১২:৩৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চল করেছে মোদি সরকার। এমন সিদ্ধান্তের পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এমন অবস্থায় আন্তর্জাতিক বিশ্বের সমর্থন পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে পাকিস্তান। কাশ্মীর বিষয়ে পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিয়েছে তুরস্ক। এছাড়া কাশ্মীরে ভারত সরকারের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেছে এরদোয়ান সরকার। এই কারণে ক্ষুব্ধ হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুরস্ক সফর বাতিল করেছে নয়াদিল্লি।

সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘের অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে ভারতের তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সেসময় তিনি বলেন, ‘কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধির থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই আলাপ-আলোচনা, সুষ্ঠু বিচারের মাধ্যমেই এই সমস্যাকে মিটিয়ে নেওয়া প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে নয়’।

জাতিসংঘে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতি সরাসরি সমর্থন ও ভারতের সমালোচনা করায় এরদোয়ান সরকার প্রতি ক্ষুব্ধ হয় ভারত।

ঢাকা টাইমস/২০অক্টোবর/একে