সেলফ ব্যালেন্সি রোবট উদ্ভাবন করলো বাংলাদেশি শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ১২:৩৪

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
ঢাকাটাইমস

গত ১৪ থেকে ১৬ অক্টোবর হয়ে গেলো ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯ এ। দেশের সবচেয়ে বড় এই উদ্ভাবনী প্রদর্শনীর আসর বসেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তিন দিনের এই আসরে দেশের তরুণদের নানা উদ্ভাবন প্রদর্শন করা হয়। এর মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা প্রদর্শন করে সেলফ ব্যালেন্সিং রোবট। এর উদ্ভাবনী দলে দলনেতা ফুয়াদ হাসান বলেন, এই প্রযুক্তি সাইকেল-মোটরসাইকেলে ব্যবহার করে সেলফ ব্যালান্সড করা যাবে। এছাড়া রোগী বহনকারী অ্যাম্বুলেন্স প্রযুক্তিটি ব্যবহার করলে এবড়োখেবড়ো রাস্তায়ও ঝাঁকুনিমুক্ত থাকবেন আরোহীরা।

তিনি জানান, এই প্রযুক্তি উন্নত বিশ্বে ব্যবহৃত হচ্ছে। সেলফ ব্যালেন্সি প্রযুক্তি ব্যবহার করে সাইকেল, মোটরসাইকেল ও গাড়ি  তৈরি করা সম্ভব। ফলে চালক ছাড়াই এসব যান ব্যালেন্সড থাকবে। 

সেলফ ব্যালেন্সিং এই রোবট তৈরিতে ইনভার্টেট পেন্ডুলাম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 

তিন দিনের এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করে  সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রজেক্ট, এটুআই এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এজেড)