বিক্ষোভ নিয়ন্ত্রণে চিলির রাজধানীতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ১৭:০৬

মেট্রো ট্রেনের টিকিটের দাম বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেছে লাতিন আমেরিকার অন্যতম সম্পদশালী দেশ চিলি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অধিকাংশই স্কুল ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়লে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ভূগর্ভস্থ কয়েকটি স্টেশনে হামলা চালিয়ে এবং রাস্তা বন্ধ করে দিলে নগরজুড়ে অচলায়তন সৃষ্টি হয়।

চিলির সিবাস্তিয়ান পিনেরা প্রেসিডেন্ট জানিয়েছেন যে বিক্ষোভে নতুন করে সহিংসতার প্রমাণ মিললে জরুরি অবস্থা বহাল রাখা হবে। তবে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মেট্রোরেলের ভাড়া পুনর্বিবেচনার আশ^াস দিয়েছেন। দেশের জনগণের নিরাপত্তার স্বার্থ ও সহিংসতায় হতাহতের ঘটনা এড়াতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

একদিনের বিক্ষোভেই ছয় কোটি টাকার সম্পদ নষ্ট করেছে বিক্ষোভকারীরা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

বিক্ষোভকারীদের দাবি, সরকার দফায় দফায় ভাড়া বৃদ্ধি করছে। রাজধানী সান্তিয়াগোতে সব কিছুর ব্যয় বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সরকার শিগগিরই এর সমাধান না করলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকাটাইমস/২০অক্টোবর/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :