নিরপরাধ কাউন্সিলর যেন হয়রানি না হয়: মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৮:২৫ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ১৮:১৫

ক্যাসিনোকাণ্ডে চলমান অভিযানে নিরপরাধ কোনো কাউন্সিলর যেন হয়রানির শিকার না হন সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ রবিবার সকালে বিশ্ব হাত দোয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই আহ্বান জানান। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি) প্রকল্প কর্মসূচিটি আয়োজন করে।

চাঁদাবাজি, দখরবাজি, জুয়াসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ঢাকা উত্তরের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান ও তারিকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আর ঢাকা দক্ষিণের কাউন্সিলর মমিনুল হক সাঈদকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলমান শুদ্ধি অভিযানে আরও অনেকে সন্দেহের তালিকায় রয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছে।

যে অন্যায় করে তার শাস্তি হওয়া উচিত এবং এ জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান মেয়র সাইদ খোতন। তবে কোনো কাউন্সিলরের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আগে যেন যাচাই-বাছাই করা হয়।

মেয়র খোকন বলেন, ‘যদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে। আমাদের যদি কোনো সাহায্য-সহযোগিতা কামনা করে, অবশ্যই ডিএসসিসি সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। সঙ্গে সঙ্গে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি বলব, নিরপরাধ বা যিনি এসব কাজের সঙ্গে জড়িত নন, এমন কাউন্সিলরের ব্যাপারে যেন যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হয়।’

কাউন্সিলরদের ব্যাপারে সতর্কতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে মেয়র বলেন, ‘এর সঙ্গে জনসম্পৃক্ততা ও জনসেবা জড়িয়ে আছে। একজন কাউন্সিলর যদি বিনা করণে হয়রানির শিকার হন, তাহলে এলাকাবাসী সেবা থেকে বঞ্চিত হবে। দোষীকে কোনোভাবে ছাড় নয়, যিনি নিরপরাধ তাকে কোনোভাবেই হয়রানি নয়, আমরা এই নীতিতে সামনে চলব।’

বরখাস্ত হওয়া কাউন্সিলরের ওয়ার্ডে কাকে দায়িত্ব দেয়া হবে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমাদের কাছে মন্ত্রণালয়ের চিঠি আসার পরপরই আইন অনুযায়ী তার পার্শ্ববর্তী এলাকায় যে কাউন্সিলর থাকেন, তাকে দায়িত্ব দেওয়া হয়। চিঠি এলেই ওই ওয়ার্ডের কার্যক্রম পরিচালনার জন্য পাশের ওয়ার্ডের একজন কাউন্সিলরকে নিয়োগ দেওয়া হবে।’

ক্যাসিনোকাণ্ডে কাউন্সিলরদের জড়িত থাকার বিষয়ে গণমাধ্যমের খবরের কথা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘ঢাকার শতাধিক কাউন্সিলরের মধ্যে একজন এ কাজে (ক্যাসিনো) জড়িয়েছেন। আরও দুই-চারজনের নাম পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। পত্রপত্রিকায় কিছু লিখে দিলেই আমরা কোনো কাউন্সিলরকে অভিযুক্ত করতে পারি না, যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না নিচ্ছে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি অবশ্যই বলব আইন তার নিজস্ব গতিতেই চলবে।’

রাজধানীতে আবার ডেঙ্গু রোগী বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কমে যাওয়ার কথা স্বীকার করেন মেয়র। তবে কাজ চালিয়ে যাচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘এরই মধ্য পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সেজন্য একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/২০অক্টোবর/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :