আট হাজারি ক্লাবে আশরাফুল

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ১৮:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মোহাম্মদ আশরাফুল। রবিবার ফতুল্লায় জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে হাফসেঞ্চুরি করেন তিনি। এতেই এ মাইলফলকের সঙ্গী হলেন এ ডানহাতি ব্যাটসম্যান। 

আশরাফুলের আগে আট হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তুষার ইমরান, নাঈম ইসলাম ও ফরহাদ হোসেন। ১১ হাজারের উপর রান করে তালিকার শীর্ষে তুষার। তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণিতে দশ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ হাজার ৭৭৭ রান করেছেন সাকিব, তামিমের সংগ্রহ ছয় হাজার ৭১৩ রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে মুশফিকের ব্যাট থেকে এসেছে ছয় হাজার ১৯৪ রান। 

বরিশালের হয়ে এ ম্যাচে মাঠে নামার আগে মাইলফলক থেকে ৬৩ রান দূরে ছিলেন আশরাফুল। প্রথম ইনিংসে আউট হন ২১ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪২ রান করেই রেকর্ড স্পর্শ করেন আশরাফুল। পরে আরো ১৮ রান যোগ করে আউট হন তিনি। বরিশাল ও চট্টগ্রামের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। চট্টগ্রামের বিপক্ষে ৩৩৬ রানের টার্গেটে নেমে আশরাফুলের ব্যাটে ভর করে সাত উইকেটে ১৭৪ রান তোলে বরিশাল।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এআইএ)